ওয়েব ডেস্ক : প্রশান্ত মহাসাগরে জাহাজে ফের মার্কিন সেনার হামলা। এই হামলায় ধ্বংস হয়ে গেল জাহাজটি (Ship)। এই হামলার জেরে মৃত্যু (Death) হল ৪ জনের। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন সেনা (American Army)। তার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের।
মার্কিন সেনার সাউদার্ন কামান্ড তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, মাদকপাচারকারী (Drug smuggling) জাহাজে এই হামলা চালানো হয়েছে। এই জাহাজটি নিয়ন্ত্রণ করছিল সন্ত্রাসবাদীরা। এই জাহাজের মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। এর পরেই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়। এই জাহাজে ছিল চার জন জঙ্গি। এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের। এই অভিযান অপারেশন সাউদার্ন স্পার-এর অংশ বলেও জানানো হয়েছে।
আরও খবর : ভারতে এসে পুতিন কী খাবেন?শেফ এসেছে রাশিয়া থেকে
এই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে মার্কিন সেনার তরফে। তবে পূর্ব প্রশান্ত মহাসাগরের কোন জায়গাতে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অন্যদিকে জাহাজটিতে কী ধরণের মাদক নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে মার্কিন সেনার প্রাথমিক অনুমান, ওই জাহাজে নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রসঙ্গত, প্রশান্ত মহাগরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। ভেনজুয়েলার একাধিক জাহাজে এর আগেও হামলা চালানো হয়েছিল মার্কিন সেনার তরফে। এমনকি কলম্বিয়ার জাহাজেও হামলা চালানো হয়েছে। সেই হামলাগুলিতে এখনও পর্যন্ত ক্যারিবিয়ান সাগরে মৃত্যু হয়েছে ৫৭ জনের।
দেখুন অন্য খবর :







